রহিমুদ্দীর ভাইর বেটা
গল্প সংগৃহীত ঃ বাঙ্গালীর হাসির গল্প
লেখক ঃ জসীম উদ্দীন
রহিমুদ্দীর ভাইর বেটা.
**চাচা আর ভাজতে সন্ধ্যাবেলায় দুইজনে আলাপ-সালাপ করিতেছে।
ভাজতে : চাচা ! আজ বাজারে গিয়াছিলাম।
চাচা : যাবি না! তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি?
ভাজতে : একটা কুমড়া লইয়া গিয়াছিলাম।
চাচা : নিবি না? খালি হাতে বাজারে যাবি নাকি?
ভাজতে : একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা : দাম জিজ্ঞাসা করিবে না তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে?
ভাজতে : আমি আট আনা চাহিলাম।
চাচা : আট আনা চাবি না তবে কি মাঙনা দিবি অত বড় কুমড়াটা?
ভাজতে : সে লোকটা দুই আনা বলিল।
চাচা:বলিবে না? অতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে নিবে কেন?
ভাজতে : আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনোদিন?
চাচা : বেশ বলিয়াছিস্।এত বড় কুমড়াটা বেটা দুই আনা মাত্র দর করিল!
ভাজতে : এমন সময় এক পুলিশ আসিল।
চাচা : আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ,বাপের পুষ্যি কোনোদিন কুমড়া খাইয়াছ? দেখ না কি হয়!
ভাজতে : পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল।
চাচা : দাম জিজ্ঞাসা করিবে না?পুলিশ বলিয়া কুমড়াটা মাঙনা লইবে না কি?
ভাজতে : আমি কুমড়ার দাম আট আনা বিললাম।
চাচা : বেশ! বেশ! আমার ভাজতে!দাম চাহিবি না!পুলিশ দেখিয়া ডরাইবি নাকি?
ভাজতে : পুলিশ দুই আনা দাম করিল।
চাচা : করিবে না?পুলিশ দেখিয়া তাহারা জিনিসের দাম দস্তুর জানেনা?এতটুকু কুমড়া তার দাম দুই আনার বেশি আর কত হইবে?
ভাজতে : আমি বলিলাম বাপের পুষ্যি কুমড়া খাইয়াছ কোনোদিন?
চাচা:বেশ বলিয়াছিস্!পুলিশ বলিয়া ডরাইবি কেন?বেটা আট আনার কুমড়াটা দুই আনায় লইতে চায়?
ভাজতে : তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল।
চাচা : দিবেহনা?যতবড় মুখনয় তত বড় কথা?পুলিশের সাথে বাহাদুরী!
ভাজতে:মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল।
চাচা : থানায় লইয়া যাইবে না?পুলিশকে তুমি অপমান করিয়াছ।
ভাজতে : সেখানে গেলে বড় দারোগা আসিল।
চাচা : আসবে না?দেখ তোমার উপর আরও কি দুর্গতি হয়।
ভাজতে : বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল।
চাচা : দিবে না?তুমি যে রহিমুদ্দীর ভাইর বেটা।।।
[শেষ]
আমার fb page(like plz) : আমার গল্প সবার গল্প.mhbচল বই পিড়। https://m.facebook.com/profile.php?fc=f&showPageSuggestions&id=1387629304862778&_rdr
My fb account: https://m.facebook.com/mehadihasan.bulbul?refid=46&sld=eyJzZWFyY2hfc2lkIjoiZWQyMmI5MTZkNmEzYzc1OWE2MDA0ZDFkMmU1YWYwMmMiLCJxdWVyeSI6IjAxOTE2Mzg3OTI1Iiwic2VhcmNoX3R5cGUiOiJTZWFyY2giLCJzZXF1ZW5jZV9pZCI6MjI1Mjc1NjYzLCJwYWdlX251bWJlciI6MSwiZmlsdGVyX3R5cGUiOiJTZWFyY2giLCJlbnRfaWQiOjEwMDAwODE3MjQyMzE2NCwicG9zaXRpb24iOjAsInJlc3VsdF90eXBlIjoyMDQ4fQ%3D%3D&fref=search
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন